× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবতার সাফল্য যুদ্ধক্ষেত্রে নয়, সম্মিলিত শক্তিতে : মোদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৭ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরের শেষ দিন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের ‘সামিট অব দ্য ফিউচারে’ বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের (২৩ সেপ্টেম্বর) বক্তব্যে তিনি বলেছেন, ‘মানবতার সাফল্য আমাদের সম্মিলিত শক্তিতে, যুদ্ধক্ষেত্রে নয়’। 

মোদি বলেছেন, ‘বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য একদিকে সন্ত্রাসবাদের মতো বড় হুমকি রয়েছে, অন্যদিকে সাইবার, সামুদ্রিক ও মহাকাশে নতুন করে সংঘাতের সৃষ্টি হচ্ছে। তাই বৈশ্বিক শান্তি ও উন্নয়নের জন্য বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার অপরিহার্য। সংস্কার হলো প্রাসঙ্গিকতার চাবিকাঠি।’ 

মোদি টেকসই উন্নয়নকে প্রাধান্য দিয়ে বলেন, ‘আজ আমি এখানে মানবতার এক-ষষ্ঠাংশের কণ্ঠস্বর নিয়ে এসেছি। আমরা ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছি। আমরা দেখিয়েছি যে, টেকসই উন্নয়ন সফল হতে পারে। আমরা সফলতার এই অভিজ্ঞতা গ্লোবাল সাউথের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। প্রযুক্তির নিরাপদ ও দ্বায়িত্বশীল ব্যবহারের জন্য ভারসাম্য নিয়ন্ত্রণ প্রয়োজন। আমরা এমন বৈশ্বিক ডিজিটাল শাসন চাই যেখানে সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষত থাকবে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) বাধা নয় একটি সেতু হওয়া উচিত। বৈশ্বিক ভালোর জন্য, ভারত তার ডিপিআই ভাগ করে নিতে প্রস্তুত। ভারতের জন্য এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত একটি অঙ্গিকার।’ 

নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি জেলেনস্কিকে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতিও দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা