প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৯ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৫ এএম
ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ধোঁয়া উড়ছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ লেবাননের টায়র থেকে তোলা। ছবি : সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক দিনেই ৩৫ শিশুসহ অন্তত ৪৯২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ হাজার ৬৪৫ জন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিগুলোয় বিমান হামলা চালিয়েছে।
এদিকে লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার জন্য লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। গত কয়েক দশকের মধ্যে এক দিনে চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা এটাই।
লেবাননের সংকট প্রতিক্রিয়া সমন্বয়কারী মন্ত্রী নাসের ইয়াসিন রয়টার্সকে জানিয়েছেন, ‘ইসরায়েলি নৃশংসতার’ হাত থেকে জীবন বাঁচাতে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়েছে। তাই বিদ্যালয়গুলোয় ৮৯টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও অন্যান্য সুবিধা চালু করা হয়েছে। সেখানে ২৬ হাজার মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।
গত অক্টোবরে হিজবুল্লাহর সঙ্গে লেবানন সীমান্তে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এরপর যেসব এলাকায় ইসরায়েল ধারণা করছে হিজবুল্লাহ তাদের অস্ত্র মজুদ করে রেখেছে, সেসব এলাকা থেকে লেবাননের জনগণকে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, ‘ইসরায়েলের যুদ্ধ আপনাদের সঙ্গে না, হিজবুল্লাহর সঙ্গে। দীর্ঘ সময় যাবৎ হিজবুল্লাহ আপনাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে।’
ইসরায়েলের চালানো এ হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।