প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১২ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫ পিএম
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমি রাফসানজানি। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির মেয়ে ফায়েজেহ হাশেমি রাফসানজানি দুই বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
৬১ বছর বয়সি ফায়েজেহ একজন নারী অধিকার কর্মী ও সাবেক সংসদ সদস্য। তিনি দেশটির রাজধানী তেহরানের এভিন কারাগারে ছিলেন।
হিজাব ঠিকমতো না পরার অভিযোগে ২০২২ সালে মাহসা আমিনিকে দেশটির নৈতিক পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশের হেফাজতে থাকাকালীনই তার মৃত্যু হয়। এ নিয়ে ইরানের পাশাপাশি পুরো বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইরানে পোশাক নিয়ে হওয়া এ বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সে বছরের সেপ্টেম্বরে ফায়েজেহকে আটক করা হয়।