× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ‘বৈঠক হচ্ছে না’ মোদি-ইউনূসের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৬ এএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১০ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি কোলাজ : প্রবা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি কোলাজ : প্রবা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ অধিবেশন হতে যাচ্ছে। এ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হওয়ার কথা ছিল। তবে বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এ বৈঠক না-ও হতে পারে।

হিন্দুস্তান টাইমস এ ব্যাপারটির সঙ্গে জড়িতদের বরাত দিয়ে জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে মোদি যাদের সঙ্গে বৈঠক করবেন সে তালিকায় ড. ইউনূসের নাম নেই। তাই যুক্তরাষ্ট্রে ইউনূসের সঙ্গে মোদির বৈঠকটি হবে না বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের দাবি, নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে মোদি ও ইউনূস উভয়ই উপস্থিত থাকবেন। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে এ সমাবেশের ফাঁকে মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। ঢাকা আশা করছে এই বৈঠকটি সে টানাপোড়েন ঘোচাতে সাহায্য করবে। তাই এ বৈঠকের বিষয়ে ঢাকা আগ্রহী। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা এ কথা বলেছেন।  

তারা জানিয়েছেন, এ ধরনের কোনো বৈঠক ভারতের এজেন্ডার অংশ না। তাছাড়া, মোদির যুক্তরাষ্ট্রের এই তিনদিনের সফর ব্যস্ত সময়সূচিতে পরির্পূর্ণ। তিনি আগামী ২১ সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠকে অংশ নিবেন।

এদিকে সংশ্লিষ্ট এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘নিউইয়র্কে সাধারণ পরিষদের ফাঁকে প্রধানমন্ত্রীর কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো বৈঠক তার সময়সূচি নেই।’

সূত্র : হিন্দুস্তান টাইমস 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা