প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৪ পিএম
একজন ব্যক্তি ব্যাটারি অপসারণের পর ওয়াকিটকি ধরে রেখেছেন। ছবি : সংগৃহীত
লেবাননজুড়ে আবারও তারহীন যোগাযোগের যন্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৫০ জন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বুধবার বিকালে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি, বেকা উপত্যকা ও দক্ষিণাঞ্চলে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইসিওএম ভি৮২ মডেলের ওয়াকিটকিগুলো বিস্ফোরিত হয়েছে। এগুলো জাপানের তৈরি করা ওয়াকি-টকি।
জরুরি পরিষেবাগুলো আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেছে।
মঙ্গলবার দেশটিতে প্রায় ৫ হাজার পেজার বিস্ফোরিত হয়েছে। পেজার বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত ও ২ হাজার ৭৫০ জন আহত হয়েছে। যার মধ্যে প্রায় ২০০ জনের অবস্থা গুরুতর। এর ঠিক পরের দিনই লেববাননজুড়ে ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনাটি ঘটল।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোগাযোগের জন্য ওয়াকিটকিও ব্যবহার করে। ধারণা করা হচ্ছে, এজন্যই পেজারের পর ওয়াকিটকির বিস্ফোরণ ঘটানো হয়েছে।
হিজবুল্লাহ এ দুই দিনের বিস্ফোরণের ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। কিন্তু ইসরায়েল এখন অবধি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করেনি।
তবে বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ঘোষণা করেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ‘যুদ্ধের একটি নতুন পর্বের সূচনা করছে’ ইসরায়েল।