প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৪৭ বছর বয়সি এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। ওই যাত্রী মাঝ আকাশে হঠাৎ জ্ঞান হারান। তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। বুধবার (১৮ সেপ্টেম্বর) হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
হংকংয়ের পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ৮টার কিছুক্ষণ পর বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে খবর পান তারা।
মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তবে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে।
এটা চলতি মাসে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে দ্বিতীয় মৃত্যুর ঘটনা।
৮ সেপ্টেম্বর সন্ধায় হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে অনুরূপ একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ফ্লাইটটি মাটিতে অবতরণের কিছুক্ষণ আগে একজন জার্মান নাগরিক হঠাৎ জ্ঞান হারিয়ে ঢলে পড়েন। জরুরি পরিষেবাগুলো জার্মান যাত্রীকে উত্তর লান্টাউ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।