প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৪ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন (পিটিশন) করেন। সেখানে তিনি গত
বছর ৯ মে তাকে গ্রেপ্তার কাণ্ড ঘিরে সংঘাতের জেরে তার বিরুদ্ধে হওয়া মামলার বিচার
সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তবে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারের তরফে
ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, আপাতত এমন কিছু তাদের বিবেচনায় নেই। বিচারপতি মিয়াঁগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে
শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল (এএজি) ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল
দুগ্গাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এ বক্তব্য উপস্থাপন
করেন।
বিচারপতি আওরঙ্গজেব পাকিস্তান সরকারকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সামরিক বিচার হওয়ার সম্ভাব্যতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন। পাশাপাশি কীভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচারপ্রক্রিয়া চলতে পারে, সে বিষয়েও সরকারপক্ষকে জিজ্ঞাসা করেছেন বিচারপতি আওরঙ্গজেব।
আদালতের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন, কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পাকিস্তান সেনা আইনের ধারা ২(১)(ডি)-এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা সম্ভব। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন এএজি ব্যারিস্টার মুনাওয়ার।
এরই
পরিপ্রেক্ষিতে আদালত ইমরানের আইনজীবীকে জিজ্ঞাসা করেনÑ যেহেতু
প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, সে
ক্ষেত্রে তাদের পিটিশন আগাম কি না। জবাবে আইনজীবী উজির ভান্ডারি
আদালতকে বলেন,
ব্যারিস্টার আকিল মালিক আনুষ্ঠানিকভাবে বলেছেন, সাবেক
প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে করার বিষয়টি রেকর্ডে রাখা হয়েছে।
সূত্র : দ্য ডন