× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মিসর সফরে ব্লিঙ্কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে মিসর সফরে ব্লিঙ্কেন

গাজায় চলমান সংঘাত নিরসন ও যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মিসর সফরে গেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে মিসরের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা করবেন ব্লিঙ্কেন।

বিগত কয়েক মাস ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর নানা প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু সম্প্রতি একাধিক আরব রাষ্ট্র জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সুযোগ নেই।

এখনও চুক্তি অর্জনের পথে দুটি প্রধান বাধা রয়ে গেছে। প্রথমত, ইসরায়েল গাজা ও মিসরের মধ্যবর্তী অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়, যা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে। হামাসের দাবি, যুদ্ধবিরতির সময় এই সীমান্ত অঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, বন্দিবিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা এখনও সম্ভব হয়নি।

ব্লিঙ্কেনের মিসর সফরে জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ লাঘব এবং আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। গাজায় মানবিক সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে, সেখানে খাদ্যসংকট এবং বাস্তুচ্যুতির মাত্রা চরমে পৌঁছেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিশোধমূলক হামলা শুরু করে। ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি হামলায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রায় ২৩ লাখ মানুষের জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে। এদিকে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করেছে। সূত্র : আরব নিউজ

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা