প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
দুই মাস যেতে না যেতেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা করা হয়েছে। রবিবার দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে ট্রাম্প তার নিজস্ব গলফ ক্লাবে খেলছিলেন। তখন এক বন্দুকধারীকে গলফ মাঠের পাশে বন্দুক হাতে ঘুরতে দেখা যায়। ট্রাম্পের নিরাপত্তাকর্মীরা তাকে দেখে গুলি করলে তিনি পালিয়ে যান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
যদিও তিনি কোনো গুলি চালান নি, তবুও ধারণা করা হচ্ছে তিনি ট্রাম্পের ওপর হামলা করার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন।
ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগে আটক সে ব্যক্তির নাম রায়ান ওয়েসলি রুথ। তার বয়স ৫৮ বছর। জানা গেছে তিনি ট্রাম্পের গলফ ক্লাবের সামনে ১২ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন। রেকর্ডে বলা হয়েছে, তার সাথে থাকা ফোনের রেকর্ড থেকে জানা গেছে, রবিবারের ঘটনার প্রায় সাড়ে ১১ ঘন্টা আগে থেকে ফোনটি গল্ফ কোটে ছিল।
পালিয়ে যাওয়ার প্রায় ৪০ মিনিট পর রুথকে আটক করা হয়। তিনি যে গাড়িতে ছিলেন ওই গাড়ির লাইসেন্স প্লেটটি অন্য একটি গাড়ি থেকে চুরি করে লাগানো হয়েছে বলে জানা গেছে।
সামাজিক মাধ্যম এক্সে ট্রাম্প বলেছেন,‘ হঠাৎ করেই আমরা গুলির শব্দ শুনতে পাই। এটা যে বুলেট তা সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে বুঝতে পারে। তারা আমাকে ধরেন…আমরা একটি গাড়িতে উঠে খুব সুন্দর করেই আগাতে থাকি। আমি একজন এজেন্টের সঙ্গে ছিলাম। এজেন্টটি একটি দুর্দান্ত কাজ করেছেন।’
গত ১৩ জুলাই পেনিসালভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশের সময় ম্যাথিউ ক্রুকস নামে এক তরুণ ট্রাম্পের ওপর বন্দুক হামলা করে। এতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে যায়। এ হামলার ঘটনার প্রায় দুই মাস পরই সাবেকে এই প্রেসিডেন্টের ওপর আবারো হামলার চেষ্টা হলো।