প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৪ পিএম
ছবি : সংগৃহীত
ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলে। রবিবার (১৫ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
রবিবার সকালে তেল আবিব ও বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরসহ মধ্য ইসরায়েলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সাইরেন শোনা মাত্র বাসিন্দারা আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেন।
এ হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তা ছাড়া বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
সূত্র : আলজাজিরা