× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের পর পর্যন্ত সাজা পেছাল ট্রাম্পের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৪ এএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৩ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা হাশ মানি বা অভিযোগ ধামাচাপা দিতে অর্থ প্রদানবিষয়ক মামলার শুনানি আগামী নভেম্বরের নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ম্যানহাটনে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলার তত্ত্বাবধানকারী বিচারক নির্বাচনের পর পর্যন্ত তার সাজা স্থগিত করেছেন।

১৮ সেপ্টেম্বর মামলার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু ট্রাম্প নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে লড়ছেন। তাই তার আইনজীবীরা এ রায় স্থগিত রাখতে আদালতের কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে নিউইয়র্কের বিচারক জুয়ান মার্চান ট্রাম্পের সাজা ২৬ নভেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন।

মার্চান তার রায়ে লিখেছেন, ‘এটি এমন কোনো সিদ্ধান্ত নয় যা আদালত হালকাভাবে নিয়েছে। কিন্তু আদালতের দৃষ্টিতে এ সিদ্ধান্ত সর্বোত্তম ন্যায়বিচারের স্বার্থ এগিয়ে নিয়ে যায়।’

বিচারপতি জুয়ান এম মার্চানের সাজা স্থগিত করার এ সিদ্ধান্তের ফলে ট্রাম্পকে কারাগারে যেতে হবে কি না তা নিয়ে ভোটাররা অন্ধকারে থাকবেন। তাই ধারণা করা হচ্ছে, আদালতের সিদ্ধান্ত নির্বাচনের প্রচারে ট্রাম্পের জন্য এক বড় ধরনের জয় এনে দিয়েছে।

৩০ মে ফৌজদারি অপরাধে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন নিউইয়র্কের একটি আদালত। তার বিরুদ্ধে ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার বিষয়ে ৩৪টি অভিযোগ আনা হয়েছিল। সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি ।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ সম্পর্ক যাতে ফাঁস না হয়ে যায়, সেজন্য ওই পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। পরে আদালতে যান স্টর্মি। ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্কের বিবরণ থেকে শুরু করে ঘুষের কথা জানিয়ে দেন আদালতকে। তখন উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত ট্রাম্পকে ঘুষকাণ্ডে দোষী সাব্যস্ত করেন।

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস, জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা