প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫৯ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
কেনিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে আগুন লেগে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আরও ১৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
ন্যাশনাল পুলিশ সার্ভিসের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নাইয়েরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি একাডেমিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ১৪ শিক্ষার্থীকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওনিয়াঙ্গো আরও জানিয়েছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্কুলটিতে একটি তদন্তকারী দল মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে।
কেনিয়া রেড ক্রস জানিয়েছে, তারা শিক্ষার্থী, শিক্ষক ও ক্ষতিগ্রস্ত পরিবারদের মনঃসামাজিক সহায়তা সেবা দিচ্ছে। তা ছাড়া তারা স্কুলে একটি ট্রেসিং ডেস্কও স্থাপন করেছে।
কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোয় অগ্নিকাণ্ড তুলনামূলকভাবে একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে।
২০১৭ সালে দেশটির রাজধানী নাইরোবিতে মোই গার্লস হাই স্কুলে অগ্নিকাণ্ডে ১০ শিক্ষার্থী নিহত হয়।
প্রায় ২০ বছরেরও আগে নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টির একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে ঘটনায় অন্তত ৬৭ শিক্ষার্থী নিহত হয়।