প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫ এএম
ছবি : সংগৃহীত
ভারতের সিকিমে একটি গাড়ি খাদে পড়ে অন্তত চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুলাই) এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে জানিয়েছে।
পশ্চিমবঙ্গের পেডং থেকে সিকিমের পাকিয়ং জেলায় সিল্ক রুট ধরে জুলুকের উদ্দেশে যাত্রা করছিল গাড়িটি। পথিমধ্যে রেনক রংলি মহাসড়কবরাবর দালোপচান্দ দারার কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গাড়িটি রাস্তা থেকে ছিটকে ভার্টিকাল বীরের গিরিখাত থেকে ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায়।
নিহতরা হলেন মধ্যপ্রদেশের প্রদীপ প্যাটেল, মণিপুরের ডব্লিউ পিটার, হরিয়ানার নায়েক গুরসেভ সিং ও তামিলনাডুর সুবেদার কে থাঙ্গাপান্ডি। তারা সবাই পশ্চিমবঙ্গের বিন্নাগুড়ির একটি সেনা ইউনিটের সদস্য।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তদন্ত চলছে।