প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০০ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম। ছবি : সংগৃহীত
ন্যায্য বৈশ্বিক বাণিজ্য প্রচার এবং পারস্পারিক সহযোগিতা জোরদার করতে ব্রিকসে যোগ দিতে চায় মালয়েশিয়া। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভস্তকে নবম ইস্টার্ন ইকোনিক ফোরাম অনুষ্ঠানে যোগ দিয়ে এই ইচ্ছার কথা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহীম। অনুষ্ঠানটি শেষ হবে আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) ।
আনোয়ার ইব্রাহীম জানান, ব্রিকসে যোগ দিলে এর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে। তা ছাড়া এ যোগদান বিশ্বব্যাপী একচেটিয়া আর্থিক ব্যবসা রোধেও সহায়তা করবে।
উদীয়মান বাজার সমবায় ব্যবস্থার আঞ্চলিক অর্থনীতির একটি সংঘ হচ্ছে ব্রিকস। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় সংঘটি। আগে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন- এ চারটি দেশ প্রধানত ব্রিকসের সদস্য রাষ্ট্র ছিল। ২০১০ সালে এতে অন্তর্ভুক্ত হয় দক্ষিণ আফ্রিকা।
চলতি বছরের জানুয়ারিতে এর সদস্যপদ সম্প্রসারিত হয়। সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও ইথিওপিয়া- এ পাঁচটি দেশ নতুন সদস্য রাষ্ট্র হিসেবে ব্রিকসে যোগ দিয়েছে। ফলে বর্তমানে এর সদস্য রাষ্ট্র সংখ্যা ১০ এ এসে দাঁড়িয়েছে।