প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৩২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে তাকে চুপ থাকতে হবে। ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সাক্ষাৎকারে ইউনূস ভারতে বসে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনাও করেছেন। তিনি বলেছেন, ‘শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক মন্তব্য করা অবন্ধুত্বপূর্ণ আচরণ। যা দুই দেশের জন্যই অস্বস্তিকর।’
ইউনূস পিটিআইকে আরও বলেন,‘বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তাহলে তাকে চুপ থাকতে হবে। তিনি ভারতে আছেন ও মাঝে-মধ্যেই কথা বলছেন। যা সমস্যাজনক। যদি তিনি চুপ থাকতেন, তাহলে আমরা তা ভুলে যেতাম। তিনি নিজের জগত নিয়ে থাকলে মানুষও তা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলে যাচ্ছেন ও নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছে না।'
১৩ আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তদন্ত করে সাম্প্রতিক সময়ে হওয়া ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।
‘এটা সবাই বোঝে। আমরা বেশ দৃঢ়তার সঙ্গে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে। আর তিনি সেখানে প্রচারণা চালাচ্ছেন। এমনটা নয় যে তিনি সেখানে স্বাভাবিকভাবে গিয়েছেন। গণঅভ্যুত্থান ও গণরোষের মুথে তিনি পালিয়ে গেছেন। ‘
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, ‘হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা চালিয়েছেন তার জন্য এখানে সবার সামনে তার বিচার করতে হবে।’