× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুখ্যমন্ত্রীরা ‘রাজা’ নন : ভারতের সুপ্রিম কোর্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫১ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রীর নিজের ‘পছন্দমতো’ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তকে তীব্র তিরস্কার জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এনডিটিভি নিউজের এক প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। 

ভারতের উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রাজ্যটির বনমন্ত্রী ও অন্যান্যদের মতামতকে উপেক্ষা করেছেন। তাদের সম্মতি না থাকা সত্ত্বেও একজন বিতর্কিত আইএফএস কর্মকর্তাকে রাজাজি টাইগার রিজার্ভের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তা নিয়েই দেশটিতে চলছে তুমুল বিতর্ক ও সমালোচনা। এবার দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। 

তার এ সিদ্ধান্তের তিরস্কার জানিয়ে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই, বিচারপতি পি কে মিশরা ও কেভি বিশ্বনাথ বলেছেন, ‘সরকার প্রধানরা পুরোনো দিনের রাজা হবেন তা আশা করা যায় না। আমরা সামন্ততান্ত্রিক যুগে বসবাস করছি না। দেশের জনগণের আস্থা বলেও একটা ব্যাপার আছে। শুধু মুখ্যমন্ত্রী বলেই কি তিনি যেকোনো কিছু করতে পারেন?’

সে কর্মকর্তার প্রতি কেন মুখ্যমন্ত্রীর ‘বিশেষ অনুরাগ’ রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে বেঞ্চ।   

রাজ্য সরকার অবশ্যকে সুপ্রিম কোর্টের বেঞ্চকে জানিয়েছে, ৩ সেপ্টেম্বর এ নিয়োগের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।  

সূত্র : এনডিটিভি
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা