× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, কিশোর আটক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:২১ এএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত দুই শিক্ষক রিচার্ড অ্যাস্পিনওয়াল (বাঁ থেকে) ও ক্রিস্টিনা ইরিমি এবং দুই শিক্ষার্থী ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার স্কুলে বন্দুক হামলায় নিহত দুই শিক্ষক রিচার্ড অ্যাস্পিনওয়াল (বাঁ থেকে) ও ক্রিস্টিনা ইরিমি এবং দুই শিক্ষার্থী ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন। এ হামলায় সন্দেহভাজন ১৪ বছর বয়সি এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকালে ব্যারো কাউন্টির আপালাচি হাই স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি জর্জিয়ার রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল (৭০ কিলোমিটার) উত্তর-পূর্বে উইন্ডার শহরে।

নিহতরা হলেন রিচার্ড অ্যাস্পিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো। রিচার্ড অ্যাস্পিনওয়াল ও ক্রিস্টিনা ইরিমি দুজনই ওই বিদ্যালয়ের গণিতের শিক্ষক। আর ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো ওই বিদ্যালয়ের শিক্ষার্থী।

জডির্জয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিম হোসি বুধবার বিকালে এক ব্রিফিংয়ে বলেন, ‘বন্দুকধারীর নাম কোল্ট গ্রে। তার বয়স ১৪। সে ওই হাই স্কুলেরই ছাত্র।’

হোসি জানিয়েছেন, গ্রে সকাল সাড়ে ১০টার একটু আগে গুলি চালানো শুরু করে। স্কুলের রিসোর্স অফিসারের মুখোমুখি হওয়ার পরপরই সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গ্রের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে। প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে।

ব্যারো কাউন্টি শেরিফ জুড স্মিথ জানিয়েছেন,সন্দেভাজন বন্দুকধানীর সঙ্গে নিহতদের কোনো যোগসূত্র আছে কিনা সে সম্পর্কে তিনি এখনও অবগত নন।  

হোসি আরও জানিয়েছেন, তদন্তের একটি অংশ স্কুলে কাদের সঙ্গে গ্রের যোগাযোগ ছিল ও তার প্রতিটি দিক খতিয়ে দেখছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা