প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৭ পিএম
ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক উমেশ উপাধ্যায়। ছবি : সংগৃহীত
দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জে একটি ভবনের চারতলা থেকে পড়ে মারা গেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক উমেশ উপাধ্যায়। সোমবার (২ আগস্ট) এক বিবৃতি দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ১০ টার দিকে তিনি তার বাড়ির সংস্কারের কাজ পরিদর্শন কারার সময় দুর্ঘটনাবশত চারতলা থেকে দোতলায় পড়ে যান। তিনি মাথায় আঘাত পান। বেলা ১১ টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
৬৪ বছর বয়সি উমেশ টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া উভয় ক্ষেত্রেই ব্যাপক অবদান রেখেছেন। টেলিভিশন, প্রিন্ট, রেডিও ও ডিজিটাল মিডিয়ায় তার চার দশকের কর্মজীবনে তিনি বিশিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মিডিয়া শিল্পের খুঁটিনাটি সম্পর্কে গভীর উপলব্ধির জন্য, সাংবাদিকতার সততার প্রতি তার উৎসর্গতার জন্য বিখ্যাত।
সম্প্রতি তিনি ‘ওয়েস্টার্ন মিডিয়া ন্যারেটিভ অন ইন্ডিয়া: ফ্রম গান্ধি টু মোদি’ নামে একটি বই লিখেছেন।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রবীণ এ সাংবাদিকের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন।
উমেশ উপাধ্যায়ের মৃত্যুতে মিডিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। সাংবাদিক ও লেখকরা তার গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন। তারা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।