চূড়ান্ত তদন্তের ফল প্রকাশ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৫ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪ ১২:১২ পিএম
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি : সংগৃহীত
ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার চূড়ান্ত তদন্তের ফল প্রকাশিত হয়েছে। যাতে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) তদন্তকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
হেলিকপ্টার দুর্ঘটনার মাত্রা ও কারণ অনুসন্ধানে গঠিত বিশেষ বোর্ডের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার মূল কারণ বসন্তের সময় ওই অঞ্চলের বৈরী জলবায়ু ও বায়ুমণ্ডলীয় পরিস্থিতি।
গত ১৯ মে রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধনের জন্য গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ইরানের উত্তরাঞ্চলে কুয়াশায় ঢাকা পাহাড়ে প্রেসিডেন্ট রাইসি ও তার সঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে ৬৩ বছর বয়সি রাইসি নিহত হন। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আরও সাতজন কর্মকর্তা নিহত হন।
হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি নিহত হওয়ার ফলে দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যা মূলত হওয়ার কথা ছিল ২০২৫-এর শুরুর দিকে।