প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম
একটি ফিলিস্তিনি শিশুকে পোলিওর টিকা দেওয়া হচ্ছে। রবিবার (১ সেপ্টেম্বর) দের আল-বালাহে একটি জাতিসংঘ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে তোলা। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় আনুষ্ঠানিকভাবে পোলিওর টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন আল-আওদা হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ইয়াসির শাবান।
স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির প্রথম দিনে গাজার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের পোলিও টিকা প্রদান শুরু হয়েছে।
ইয়াসির শাবান জানিয়েছেন, ’১০ বছর বা এর কম বয়সি শিশুদের টিকা দেওয়া হচ্ছে। মধ্য গাজার আকাশে প্রচুর ড্রোন উড়ছে। আমরা আশা করছি শিশুদের জন্য এ টিকাদান কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
মধ্য গাজার দের আল-বালাহের একটি ক্লিনিকে পোলিও টিকাদান কর্মসূচিতে সহায়তাকারী এক নার্স জানিয়েছেন, আজকে সকাল থেকেই প্রচুর লোক তাদের সন্তানদের নিয়ে জড়ো হচ্ছেন। তারা আজকে প্রায় ১ হাজার টিকা প্রদান করেছেন। টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের প্রথম ধাপের পোলিও টিকা দিতে তিন দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ডব্লিউএইচওর ঊর্ধ্বতন কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, উপত্যকাটির মধ্য, দক্ষিণ ও উত্তর অংশে তিনটি পৃথক ধাপে এ কর্মসূচি পরিচালিত হবে। এই টিকাদান কর্মসূচিতে গাজা উপত্যকাজুড়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে।
জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে ১০ বছরের নিচের শিশুদের পোলিও টিকার দুইটি করে মৌখিক ডোজ দেওয়া হচ্ছে। শিশুদের প্রথম ডোজের চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন হবে।