× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত কমপক্ষে ১৭০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪ ২১:২৮ পিএম

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় নিহত কমপক্ষে ১৭০

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি দেশটিকে বিপর্যস্ত করে তুলেছে। এই বন্যায় কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছে। দুই সপ্তাহ ধরে চলা এই বন্যায় আহত হয়েছে প্রায় ২ হাজার মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। গত মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জাতীয় জরুরি অবস্থার ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) জানিয়েছে, বৃষ্টি-বন্যা-সম্পর্কিত ঘটনায় ১৭০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৪১ জন আহত হয়েছে। এ ছাড়া ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যা দেশটিতে খাদ্যসংকটের শঙ্কা আরও বাড়িয়েছে। কয়েক দিন আগেই নাইজেরিয়ায় রাজনৈতিক পরিস্থিতিরও অবনতি ঘটেছিল। ২০২২ সালে নাইজেরিয়া এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়, যেখানে ৬ শতাধিক মানুষের মৃত্যু এবং ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এ ছাড়া ৪ লাখ ৪০ হাজার হেক্টর জমির ফসলও সেই সময় নষ্ট হয়েছিল। এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতি এবং কৃষি খাত থেকে মানুষের সরে আসার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


সূত্র : আনাদোলু

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা