প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪ ২০:২৩ পিএম
বিগত চার দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ। মূল শহরেও দেখা যাচ্ছে কোমরসমান পানি। বন্যায় এখন পর্যন্ত নিহত ১৪ জন (এএফপি)
জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। জাতিসংঘের দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ দপ্তরের এশিয়া ও প্রশান্ত অঞ্চলের শাখার প্রধান মার্কো তোসকানো-রিভালতা গত শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ ইস্যুতে এশিয়া-প্রশান্ত অঞ্চলের দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এমন সময়ে এ ঘোষণা দেওয়া হয়েছে, যখন এশিয়ার কয়েকটি দেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত, নেপাল, সৌদি আরবে বন্যা ও ভূমি ধসের ঘটনা ঘটছে। ওই সংবাদ সম্মেলনে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘২০১৫ সালে আমরা বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ হ্রাসের সেন্দাই ফ্রেমওয়ার্ক নামের চুক্তি করেছিলাম। এই চুক্তি থেকে ইতোমধ্যে আমরা অনেকটাই সরে এসেছি। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস পাওয়ার পরিবর্তে বরং বৃদ্ধি পেয়েছে। এ কারণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমাদের প্রস্তুতি ও দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে মার্কো তোসকানো-রিভালতা জানান,
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে এশিয়া-প্রশান্ত অঞ্চল। ইতোমধ্যে বাংলাদেশে
আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ১১টি জেলা। অন্যদিকে ভারতের ত্রিপুরায় ভূমিধস ও
ভয়াবহ বন্যায় ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্ত্যুচ্যুত হয়েছে। ভারতীয়
আবহাওয়া দপ্তর (আইএমডি) দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি
করেছে এবং ত্রিপুরায় রেড অ্যালার্ট জারি করেছে। সৌদি আরবে ভারী বৃষ্টিপাতের কারণে
বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট। সামাজিক
যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায়
অনেক গাড়ি পানিতে ডুবে গেছে। সৌদি আরবের জাতীয় নিরাপত্তা
অপারেশন সেন্টার মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এর আগে দেশটির আবহাওয়া বিভাগ রেড অ্যালার্ট জারি করে। এতে তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি
ইয়াজিদ ও মায়সান এলাকায় ভারী বৃষ্টির কথা বলা হয়। মূলত সৌদির আকাশসীমায়
গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্রতার প্রবাহ ও আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমণ্ডলীয়
বেল্টের স্থানান্তরের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা মাঝারি
থেকে ভারী বজ্রঝড়ের বিষয়ে সতর্ক করেছেন, যার প্রভাব পড়তে পারে নাজরান, জিজান, আসির, আল
বাহা ও মক্কা অঞ্চলে। এশিয়া-প্রশান্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসকরণ
কর্মসূচিতে নেতৃত্বের জায়গায় থাকবে ফিলিপাইন। এই প্রত্যাশার পক্ষে যুক্তিও তুলে
ধরেন তিনি।
ভারী বন্যা দেখা দিয়েছে চীনেও। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ১১ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি। সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাত বেশি হয়েছে প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা ও হুলুদাও শহরে। যারা নিহত ও নিখোঁজ হয়েছেÑ তারাও এই তিন এলাকার। বিগত চার দিন ধরে বৃষ্টি হচ্ছে লিয়াওনিং প্রদেশে। তার মধ্যে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চলেছে বিরামহীন বর্ষণ।
সূত্র : বিবিসি