প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১৫:৫৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১৬:৪২ পিএম
লিডো সমুদ্রসৈকতে বিস্ফোরণে নিহত এক নারীর মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন কয়েকজন লোক। সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে তোলা। ছবি : সংগৃহীত
সোমালিয়ার রাজধানী মোগাদিসূরে এক জনপ্রিয় সমুদ্রসৈকতে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুক হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৩ জন। শনিবার (৩ আগস্ট) স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (২ আগস্ট) লিডো সৈকতে এ হামলাটি হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। একটি অনুমোদিত রেডিও স্টেশনের মাধ্যমে গোষ্ঠীটি এ তথ্য জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, বিচ ভিউ হোটেলের প্রবেশদ্বারে একজন আত্মঘাতী বোমাহামলাকারী বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। এরপর সেখানে হামলা শুরু হয়। অন্য হামলাকারীরা হোটেলে ঢুকে পড়ার চেষ্টা করে। তারা ওই মুহূর্তে সৈকতে অবস্থানরত মানুষদের ওপরও গুলি চালায়।
পুলিশের মুখপাত্র আব্দিফাতাহ আদান হাসন সাংবাদিকদের বলেছেন,‘ এ হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আরও প্রায় ৬৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে। বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিলেন এমন একজনকে আটক করেছে। এ ঘটনায় একজন সেনা নিহত ও আরেকজন সেনা আহতও হয়েছেন।
শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমালিয়ার ফেডারেল সরকার এ হামলার নিন্দা জানিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের নিহতদের পরিবার, আত্মীয় ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।