প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ১১:৩৬ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১২:৪৯ পিএম
পশ্চিমে পাকিস্তান ও পূর্বে বাংলাদেশের সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন বিএসএফের সদস্য। ছবি : সংগৃহীত
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক নীতীন
আগরওয়াল ও তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াইবি খুরানিয়াকে দেশটির কেন্দ্রীয় সরকার অপসারণ করেছে। শুক্রবার (২ আগস্ট) এ নজিরবিহীন পদক্ষেপ
গহণ করা হয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী, অবিলম্বে তাদের নিজ রাজ্য ক্যাডারে পাঠানো হয়েছে।
আগরওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডারের অফিসার। ২০২২ সালের জুনে তিনি বিএসএফপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে খুরানিয়া ওড়িশা ক্যাডারের ১৯৯০ ব্যাচের সদস্য। তিনি বিশেষ মহাপরিচালক (পশ্চিম) হিসেবে পাকিস্তান সীমান্তে এ বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।
মন্ত্রিসভার নিয়োগ কমিটি (এসিসি) কর্তৃক জারি করা পৃথক আদেশে জানানো হয়েছে, আগরওয়াল ও খুরানিয়াকে মেয়াদ শেষ হওয়ার আগেই তাৎক্ষণিক অপসারণ করা হচ্ছে। তাদের আকস্মিকভাবে কেন অপসারণ করা হলো তা সরকারি আদেশে জানানো হয়নি।
তবে সূত্রের মাধ্যমে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ ঘটছে। তাদের দুজনকে অপসারণের পেছনে এটি একটি অন্যতম কারণ। তা ছাড়া সমন্বয়ের অভাবসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিএসএফপ্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
বিএসএফের কর্মীসংখ্যা প্রায় ২ লাখ ৬৫ হাজার। তারা পশ্চিমে পাকিস্তান ও পূর্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত রক্ষার জন্য দায়বদ্ধ।
সূত্র : এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া