যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪ ০৯:৫৯ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৪ ১০:৫২ এএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় ডেমোক্র্যাট প্রতিনিধির ভোট পেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার (২ আগস্ট) ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান বিষয়টি জানিয়েছেন।
এর মাধ্যমে তিনিই দেশটির একটি প্রধান দল থেকে প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নারী হবেন।
ডিএনসি চেয়ারম্যান জেইম হ্যারিসন বলেছেন, ‘আমি অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস কনভেনশনের সব প্রতিনিধির কাছ থেকে সংখ্যাগরিষ্ঠতার বেশি ভোট পেয়েছেন। আর সোমবার ভোটগ্রহণ প্রক্রিয়ার ইতি টানার পর ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হবেন তিনি।’
১৯ থেকে ২২ আগস্ট পর্যন্ত শিকাগোয় ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন হবে।
কমলা প্রতিনিধিদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন আর বলেছেন, তিনি শিকাগোয় কনভেনশনের সময় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গহণ করবেন।
তিনি বলেছেন, ‘এ মাসের শেষের দিকে আমরা শিকাগোয় একত্র হব। একটি দল হিসেবে একসঙ্গে আমরা এ ঐতিহাসিক মুহূর্ত উদ্যাপন করার সুযোগ পেতে যাচ্ছি।
আমরা এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছি।’
যদিও কমলা তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার জন্য যথেষ্ট পরিমাণ প্রতিনিধির ভোট পেয়েছেন, তবু এর চূড়ান্ত ফল সোমবার (৫ আগস্ট) ঘোষিত হবে। সোমবারই ডেমোক্র্যাট প্রতিনিধিদের ব্যালট জমা দেওয়ার শেষ দিন।
বৃহস্পতিবার (১ আগস্ট) ভার্চুয়াল ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আর মাত্র এক দিনের ব্যবধানেই কমলা প্রয়োজনের থেকে বেশি ভোট পেয়েছেন।
প্রায় ৪ হাজার ৭০০ ডেমোক্র্যাট প্রতিনিধির এ প্রক্রিয়ায় ভোট প্রদান করার কথা রয়েছে।
সূত্র : জিও নিউজ