প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৫:২৭ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৬:৩৮ পিএম
হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আব্দুল সালাম হানিয়া ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার দিয়েছেন। মঙ্গলবার ইরানে হত্যা করা হয়েছে হানিয়াকে। এর প্রেক্ষিতেই বুধবার (৩১ জুলাই) আব্দুল সালাম হানিয়া এ কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, তার বাবার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের অবসান ঘটাবে না।
হানিয়ে বলেছেন, আমার বাবা তার এ দেশপ্রেমের যাত্রায় চারবার হত্যাচেষ্টার শিকার হয়েছেন। তিনি চারবারই বেঁচে গিয়েছেন। তিনি সবসময় শাহাদাত কামনা করেছেন। আর আজ আল্লাহ তাকে সেই শাহাদাত দান করেছেন। তিনি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খুব আগ্রহী ছিলেন। ফিলিস্তিনের সব উপদলের ঐক্যের জন্য সচেষ্ট ছিলেন। আমরা নিশ্চিত করে বলছি, এ হত্যাকাণ্ড আমাদের প্রতিরোধ ঠেকাতে পারবে না। আমরা স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করবো।’
সূত্র : আলজাজিরা