প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৩:৫১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৩:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরেলায় ভূমিধসে নিহত বেড়ে ১৫১ জনে দাঁড়িয়েছে। বুধবার
(৩১ জুলাই) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
বুধবার কর্মকর্তরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ওয়ানাড় জেলার পাহাড়ে
অবিরাম মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের পরে প্রায় এক হাজার মানুষকে জীবিত উদ্ধার
করা হয়েছে। এখনো ১৮৭ জন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সব সরকারি
সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছেন।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা এক হাজার মানুষকে উদ্ধার করেছে। ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মুন্ডাক্কাই এলাকার সঙ্গে নিকটতম চুরালমালা শহরের সংযোগকারী প্রধান সেতুটির বিকল্প সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে তারা।
সূত্র : আলজাজিরা