× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হানিয়া হত্যাকাণ্ডে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১৩:০৭ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৩:৪৪ পিএম

হামাসপ্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

হামাসপ্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত

ইরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) পৃথক বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকা পরিচালনাকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ বিষয়ে নিশ্চিত করেছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নানা দেশের নেতাদের নানা ধরনের প্রতিক্রিয়া এসেছে। 

হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি

‘ইসরায়েলি দখলদার বাহিনী দ্বারা পরিচালিত ভাই হানিয়ার হত্যাকাণ্ডটি ফিলিস্তিনিদের মধ্যে মারাত্মকভাবে উত্তেজনা বৃদ্ধি করেছে। যার লক্ষ্য হামাসের ও আমাদের জনগণের ইচ্ছা ভেঙে দেওয়া। আর মিথ্যা লক্ষ্য অর্জন করা। আমরা নিশ্চিত করছি তারা এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। হামাস একটি ধারণা ও প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি না। ত্যাগ স্বীকারের তোয়াক্কা না করে হামাস এ পথেই হাঁটবে। আর আমরা বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ 

ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু

হানিয়ার নিহত হওয়ায় স্বস্তি প্রকাশ করে ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু বলেছেন, ‘পৃথিবীকে এই নোংরামি থেকে পরিষ্কার করার এটাই সঠিক উপায়। আর কাল্পনিক শান্তিচুক্তি নয়। আর কোনো করুণা নয়। হানিয়ার মৃত্যু পৃথিবীকে একটু ভালো করে তুলেছে।’

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 

এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক বিবৃতিতে এ ঘটনাকে কাপুরুষের মতো কাজ বলে উল্লেখ করেছেন তিনি। ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ধৈর্য ধরার ও অবিচল থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিকাইল বাগদানভ 

‘এটি একেবারেই একটি অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। আর এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়বে।’

ইয়েমেনের হুতি সুপ্রিম রেভল্যুশনারি কমিটির প্রধান মুহাম্মদ আলি আল-হুতি

‘ইসমাইল হানিয়াকে হত্যা করা একটি জঘন্য সন্ত্রাসী অপরাধ। আর এটি আইন ও আদর্শ মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা