প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ০৯:৩৪ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১১:৪৮ এএম
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবনের সামনে লোকজন জড়ো হয়ে আছেন। মঙ্গলবার (৩০ জুলাই) লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলি থেকে তোলা। ছবি : সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের যুদ্ধবিমান হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরকে ‘নিশ্চিহ্ন’ করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট হামলার জন্য তাকে দায়ী করেছে ইসরায়েল। অথচ হিজবুল্লাহ এ দায় দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলের বিমান বাহিনীর যুদ্ধবিমান হিজবুল্লাহর সন্ত্রাসী সংগঠনের শীর্ষ সামরিক কমান্ডার ও এর কৌশলগত ইউনিটের প্রধান ফুয়াদকে বৈরুত এলাকায় হত্যা করেছে।’
ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগানি এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘শনিবার ইাসরায়েলের উত্তরাঞ্চলে মাজদাল শামসের একটি ফুটবল মাঠে যে গণহত্যা পরিচালিত হয়েছে তার জন্য কমান্ডার ফুয়াদ শুকর দায়ী । ওইদিন সন্ধ্যায় তার কমান্ডে হিজবুল্লাহ সরাসরি ইরানি ফালাক-১ রকেট নিক্ষেপ করায় ১২ শিশু নিহত হয়েছে।’