প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ০৯:২৫ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪ ১৩:০৮ পিএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ছবি : সংগৃহীত
ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। এ হামলায় তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) ইরানি মিডিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ফিলিস্তিনি গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সে ভবনে এক ইহুদিবাদী অভিযানে মঙ্গলবার সকালে নিহত হয়েছেন তিনি। হামলা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত চলছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া ইরানের রাজধানীতে গিয়েছিলেন।
ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করে গোষ্ঠীটি বলেছে, ‘আমাদের আন্দোলনের প্রধান ভাই ও নেতা মুজাহিদ ইসমাইল হানিয়া একটি ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে তিনি তেহরানে যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে এ হামলাটি হয়েছে।’
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসও (আইআরজিসি) তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আইআরজিসিকে উদ্ধৃত করে আলজাজিরা জানিয়েছে, তিনি যে ভবনে অবস্থান করছিলেন সে ভবনে হামলা করা হয়েছে। হানিয়াসহ তার একজন দেহরক্ষীকে হত্যা করা হয়েছে। হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। তবে তদন্ত চলছে ও দ্রুতই তা জানানো হবে বলে জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী হানিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এ হামলার দায় স্বীকার করেনি।