যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১১:২৮ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১২:০১ পিএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (বাঁ দিকে) ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে তার সমর্থন করবেন কি না তা নিয়ে কয়েক দিন ধরে বেশ জল্পনাকল্পনা হচ্ছিল। অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে হ্যারিসকে সমর্থন দিয়েছেন ওবামা।
প্রেসিডেন্ট হিসেবে যে গুণাবলি দরকার তার উল্লেখ করে শুক্রবার (২৬ জুলাই) সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এ সংকটময় মুহূর্তে যে দূরদৃষ্টি, চরিত্র ও শক্তি প্রয়োজন তা হ্যারিসের রয়েছে।’
জানা গেছে, রবিবার (২১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর পর হ্যারিস ১০০ জনের বেশি ডেমোক্র্যাট নেতার সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে ওবামাও রয়েছেন।
বাইডেনের সরে দাঁড়ানোর পর এক বিবৃতিতে ওবামা বাইডেনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রশংসা করেন। কিন্তু তখন তিনি হ্যারিসকে তার সমর্থন দেওয়া থেকে বিরত ছিলেন।
শুক্রবারের বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে একমত। কমলাকে বেছে নেওয়া তার জীবনের সেরা সিদ্ধান্তগুলোর মধ্যে একটি। কমলার জীবনবৃত্তান্তই তা প্রমাণ করে দেয়।’
ওবামা দম্পতি জানিয়েছেন, হ্যারিসকে সমর্থন করতে পারায় তারা রোমাঞ্চিত। তাকে নির্বাচিত করার জন্য সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার করেছেন তারা।
হ্যারিস ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক প্রতিনিধির সমর্থন নিশ্চিত করেছেন; যা আগস্টে দলীয় কনভেনশনে তার আনুষ্ঠানিক প্রার্থী হওয়ার পথ সুগম করেছে।