প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১০:২০ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১০:৪১ এএম
যুক্তরাষ্ট্র-ব্রিটিশ জোটের বিমান হামলার পর বিস্ফোরণে আগুন ধরে গেছে। ২০২৪ সালের ১২ জানুয়ারি ইয়েমেনের রাজধানী সানা থেকে তোলা। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদাইদাহ বিমানবন্দরে নতুন করে তিনটি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ব্রিটিশ নৌ জোট। শুক্রবার (২৬ জুলাই) এ হামলাগুলো চালানো হয়েছে বলে হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে।
তবে আল-মাসিরাহ টেলিভিশনে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হুতি টেলিভিশনের সংবাদে বলা হয়েছে, এ হামলার আগে লোহিত সাগরের ইয়েমেনের কামারান দ্বীপ লক্ষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এ জোট বাহিনী আরও চারটি হামলা চালিয়েছে।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জোটটি।
গত বছরের নভেম্বর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সঙ্গে সংযুক্ততা আছে এমন জাহাজগুলো লক্ষ্যবস্তু করে আসছে। তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী ড্রোন ব্যবহার করে জাহাজগুলোর ওপর হামলা করছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার শিকার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য তারা এ হামলাগুলো চালাচ্ছে।
এর জবাবে যুক্তরাষ্ট্র-ব্রিটিশ জোট তখন থেকে গোষ্ঠীটিকে নিবৃত্ত করতে এ অঞ্চলে হুতির সামরিক এলাকাগুলো লক্ষ করে হামলা চালাচ্ছে। যার ফলে হুতিদের হামলার তীব্রতা আরও বেড়ে গেছে।
সূত্র : সিনহুয়া