প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ০৮:১৪ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১০:৫২ এএম
একটি আত্মঘাতী বোমা হামলার স্থান পরিদর্শন করছেন পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা। ২০২৪ সালের ২৬ মার্চ খাইবার পাখতুনখোয়া প্রদেশের শাংলা জেলার বেশাম শহরের কাছ থেকে তোলা।ছবি : সংগৃহীত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে এক বড় ধরনের সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) পাকিস্তানি সামরিক বাহিনী বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী দেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় গোয়েন্দাসূত্রে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পায়। সে তথ্যের ওপর ভিত্তি করে তারা এ অভিযানটি পরিচালনা করেছে। নিহত সন্ত্রাসীর নাম রাজ্জাক।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহত সন্ত্রাসী নির্দিষ্টভাবে কাউকে লক্ষ্যবস্তু নির্ধারণ করে হত্যা করা, আত্মঘাতী বোমা হামলাসহ ওই এলাকায় অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
আইএসপিআর জানিয়েছে, ওই এলাকায় নির্মূল অভিযান চালানো হচ্ছে। যাতে সেখানে অন্য কোনো সন্ত্রসীর সন্ধান পাওয়া গেলে তাকে নির্মূল করা যায়।
খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্তবর্তী একটি প্রদেশ। সাম্প্রতিক সপ্তাহগুলোয় এখানে নিরাপত্তা বাহিনী, সরকারি কর্মকর্তা ও পোলিওবিরোধী টিকাদান দলের ওপর হামলা বেড়ে গেছে। ১৫ জুলাই প্রদেশটির বান্নু জেলায় একটি সামরিক সেনানিবাসে সন্ত্রাসীরা সমন্বিতভাবে বড় ধরনের হামলা চালিয়েছে; যাতে অন্তত ১০ সেনা নিহত হয়েছেন।