× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানে বড় ব্যান্ডেজ নিয়ে সম্মেলন করলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪ ১৯:০৯ পিএম

আপডেট : ১৬ জুলাই ২০২৪ ১৯:৫৫ পিএম

কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

কানে ব্যান্ডেজ নিয়ে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে সমর্থকরা অপেক্ষা করছিলেন। মঞ্চের দিকে স্থিরদৃষ্টি নিবন্ধ তাদের। অবশেষে ডোনাল্ড ট্রাম্প এলেন। তার ডান কানে বড় একটি ব্যান্ডেজ। সোমবার স্থানীয় সময় ছয়টায় উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়। সম্মেলনে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। তার রানিং মেট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স।

ট্রাম্পের ওপর হামলার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, তিনি মিলওয়াকিতে তার সফর দুই দিন বিলম্বিত করার কথা ভাবছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত নেন, একজন শুটার বা সম্ভাব্য আততায়ীর জন্য তিনি তার সফরসূচিতে বদল আনতে পারেন না।

গুলিতে আহত হওয়ার পরদিন অর্থাৎ রবিবার মিলাওয়াকিতে পৌঁছান ট্রাম্প। গত সোমবার রিপাবলিকান পার্টির চার দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়। প্রথম দিনই সম্মেলনে হাজির হন ট্রাম্প। হামলার পর সেদিনই জনসমক্ষে প্রথম আসেন ট্রাম্প। সম্মেলনে তার নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। মনোযোগ অবশ্যই তার ডান কানের দিকে। বড় সেই ব্যান্ডেজ। আরেকটু গতিপথ বদলালেই মরে যেতে পারতেন ট্রাম্প। অনেক দূর থেকেও ট্রাম্পের কানের ব্যান্ডেজটি স্পষ্টভাবে দৃশ্যমান।

সম্মেলনে ট্রাম্পকে হাসিখুশি, উচ্ছল ভঙ্গিতে দেখা গেছে। তার উপস্থিতি ছিল সরব। কিছুদিন আগে যে হামলা হয়েছে তেমন দুশ্চিন্তা তার মুখে দেখা যায়নি। গত শনিবার রক্তাক্ত ট্রাম্প মঞ্চেই তার মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে বলেছিলেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’

গত সোমবার সম্মেলনস্থলে আসার পর ট্রাম্পের সমর্থকেরা একই ভঙ্গিতে সমস্বরে চিৎকার করে বলতে থাকেন, ‘ফাইট, ফাইট, ফাইট!’

সূত্র : নিউইয়র্ক টাইমস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা