× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের হাউসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা পেলোসির

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৫:১০ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৫:১২ পিএম

ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

ন্যান্সি পেলোসি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পার্লমেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস) স্পিকার ন্যান্সি পেলোসি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) হাউসে এক বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। 

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। জানুয়ারিতে তারা চেম্বারের নিয়ন্ত্রণ নেবেন। তখন আমি সরে দাঁড়াব। আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনরায় নির্বাচন চাইব না।’ 

প্রেসিডেন্ট জো বাইডেন ৮২ বছর বয়সী পেলোসিকে ‘গণতন্ত্রের একনিষ্ঠ রক্ষক’এবং মার্কিন ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হাউস স্পিকার হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রশংসা করেছেন। বাইডেন ও পেলোসি উভয়ে ৫০ বছররের বেশি সময় ধরে ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতি করেন। 

বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘ন্যান্সি পেলোসির কারণে লক্ষ লক্ষ আমেরিকানদের জীবন আরও সমৃদ্ধ হয়েছে, এমনকি রিপাবলিকানদের  প্রতিনিধিত্বকারী প্রশাসনিক জেলা বা নির্বাচনী আসনগুলোতে যারা তার বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং প্রায়শই তাকে অপমান করেছে তাদেরও কল্যাণ হয়েছে।’

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও পেলোসিকে ‘আমেরিকান ইতিহাসের সবচেয়ে দক্ষ বিধায়কদের একজন’ বলে অভিহিত করে তার প্রশংসা করেছেন।

১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত, পেলোসি ২০০৭ সালে স্পিকার হয়েছিলেন, প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র নারী, যিনি এই শক্তিশালী পদে অধিষ্ঠিত ছিলেন। চীনের উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও গত আগস্টে তাইওয়ান সফর করে ওয়াশিয়ংটন-বেইজিং সম্পর্ক আরেক দফা অবনতি ঘটান ন্যান্সি পেলোসি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা