ট্রাম্পের ওপর হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৪:১৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৪:৫৭ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (বাঁ দিকে) ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ও রিপাবলিকান সিনেটর জেডি ভ্যান্সসহ অন্যান্য শীর্ষস্থানীয় রিপাকলিকান বাইডেন ও ডেমোক্র্যাটদের শনিবার (১৩ জুলাই) ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার জন্য দায়ী করেছেন।
জেডি ভ্যান্স বলেছেন, ‘এই গুলি চালানোর ঘটনাটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাইডেনের নির্বাচনী প্রচারের মূল ভিত্তিই হলো ট্রাম্প একজন স্বৈরাচারী ফ্যাসিবাদী। যাকে যেকোনো মূল্যে থামাতে হবে।’
কোনো ধরনের প্রমাণ ছাড়াই ‘ডেমোক্র্যাটরা এমনটা ঘটুক তাই চেয়েছিল’ বলে অভিযোগ করেছেন ট্রাম্পের কট্টর সমর্থক রিপাবলিকান নেতা ও কংগ্রেসওম্যান মার্জোরি টেইলর গ্রিন।
তিনি বলেছেন, ‘তারা বছরের পর বছর ধরে ট্রাম্পকে সরিয়ে দিতে চেয়েছে। আর তারা তা ঘটানোর জন্য যেকোনো কিছু করতে প্রস্তুত। বাইডেন তার দাতাদের বলেছেন, ট্রাম্পকে ষাঁড়ের চোখে ফেলার সময় এসেছে। ঠিক তাই ঘটেছে।’
এদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কলিনস খুব সাধারণভাবেই বলেছেন, ‘জো বাইডেন এই হামলার নির্দেশ দিয়েছেন।’
অন্যদিকে বাইডেন ও অন্য শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটরা ট্রাম্পের ওপর গুলি চালানোর নিন্দা করেছেন।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাগুলির ঘটনার পর বাইডেন এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন। তবে তারা কী কথা বলেছেন তা জানাননি।