ট্রাম্পের ওপর হামলা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১০:৫৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১১:১৮ এএম
হামলার শিকার হওয়ার পর গাড়িতে নিয়ে যাওয়ার সময় জনতার উদ্দেশে হাত মুষ্টিবদ্ধ করে আছেন ট্রাম্প। শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে তোলা। ছবি : সংগৃহীত
পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর এক বন্দুকধারী গুলি চালিয়েছে। গুলি চালানোর আগেই ওই ব্যক্তিকে সমাবেশের কাছে একটি ভবনের ছাদে ট্রাম্পের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ ও সিক্রেট সার্ভিসকে এ বিষয়ে জানিয়েছেন বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন।
গ্রেগ নামক এক প্রত্যক্ষদর্শী শনিবার (১৩ জুলাই) বিবিসিকে বলেছেন, ‘লোকটি হামাগুড়ি দিয়ে আমাদের থেকে ৫০ ফুট দূরের একটি ভবনে উঠে যায়। তার হাতে একটি বন্দুক ছিল। আমি পুলিশকে ও সিক্রেট সার্ভিসকে জানিয়েছিলাম যে, বন্দুক হাতে এক সন্দেহভাজন ব্যক্তি ছাদে দাঁড়িয়ে আছেন।’
তিনি বিবিসিকে আরও বলেছেন, ‘আমি মনে মনে ভাবছিলাম, ট্রাম্প কেন এখনও কথা বলছেন, তারা কেন তাকে মঞ্চ থেকে টেনে নামালেন না? পরের ঘটনাটি আপনি জানেন। পরপর পাঁচটি গুলির আওয়াজ শোনা গেছে।’
শনিবার ট্রাম্প তার চূড়ান্ত নির্বাচনী সমাবেশে মঞ্চে ওঠার পরপরই এ গুলি চালানোর ঘটনা ঘটে। ট্রাম্পের ডান কানে গুলি লাগে। গুলি লাগার পর ৭৮ বছর বয়সি ট্রাম্প বিড়বিড় করে ডান কানে একটি হাত চেপে ধরেন। কিছুক্ষণের মধ্যেই তার মুখজুড়ে রক্ত দেখা যায়।
সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চে উঠে তাকে ঘিরে ফেলে ও মঞ্চ থেকে নামিয়ে নিয়ে আসে। ট্রাম্পকে একটি গাড়িতে তোলার আগে তিনি জনতার দিকে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন।
ট্রাম্পের প্রচারণা শিবির বলেছে, ‘তিনি এখন ভালো আছেন।’ ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র : এনডিটিভি