প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ০৯:২১ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৩:৪৭ পিএম
ট্রাম্পের ওপর বন্দুকধারী হামলা করার পর তাকে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যাচ্ছে সিক্রেট সার্ভিসের এজেন্টরা। শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া থেকে তোলা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর পেনসিলভানিয়ায় একটি নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। এতে তার ডান কানে গুলি লেগেছে। এ হামলায় সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় এ হামলা চালানো হয়েছে বলে সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে।
শনিবার ৭৮ বছর বয়সি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প সমাবেশে মঞ্চের ওপর দাঁড়িয়ে তার নির্বাচনী বক্তব্য শুরু করেন। এর পরপরই গুলির শব্দ শোনা যায়। তখন ট্রাম্পকে তার ডান কান ডান হাত দিয়ে চেপে ধরতে দেখা যায়। তিনি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়েন। রক্ত কান থেকে গড়িয়ে তার মুখ বেয়ে পড়তে দেখা যায়। সিক্রেট সার্ভিসের এজেন্টরা ঝাঁপিয়ে পড়ে তাকে ঢেকে ফেলে। এরপর তারা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন।
ট্রাম্পের প্রচারণ শিবির বলেছে, ‘তিনি এখন ভালো আছেন।’ ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্পকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বন্দুক হামলার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন, ‘আমাকে গুলি করা হয়েছে। যাতে আমার ডান কানের ওপরের অংশ ছিদ্র হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
বন্দুকধারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নেতৃস্থানীয় রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এ সহিংসতার নিন্দা জানিয়েছেন।
একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এ হামলার ঘটনাটি ট্রাম্পকে হত্যা করার চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে।
সূত্র : রয়টার্স