প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ২২:১১ পিএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের নবনির্বাচিত
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মধ্যপন্থি হলেও ইরানের পশ্চিমাবিরোধী নীতিতে বদল আসছে
না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি সমঝোতার পথে হাঁটছে না। ইরানের
নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চাপে
ফেলে ইরানকে দিয়ে কিছুই করানো যাবে না। যুক্তরাষ্ট্রকে তিনি হুঁশিয়ারিও
দিয়েছেন। গতকাল এক বিবৃতিতে পেজেশকিয়ান চীন ও রাশিয়াকে বন্ধু উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের
এ বিষয়গুলো বুঝে বাস্তবতাকে মেনে নেওয়া উচিত।... ইরান চাপে পড়ে
কিছু করে না,
করবেও না।’
পরমাণু অস্ত্রের ব্যাপারেও ইরানের অবস্থান পরিষ্কার করে পেজেশকিয়ান বলেছেন, ইরান সরকারের প্রতিরক্ষা কৌশলে পরমাণু অস্ত্র অন্তর্ভুক্ত নয়। তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ইচ্ছাও প্রকাশ করেছেন। বিবৃতিতে চীন ও রাশিয়া প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, কঠিন সময়ে চীন ও রাশিয়া নিরবচ্ছিন্নভাবে ইরানের পাশে ছিল। আমাদের কাছে এই বন্ধুত্ব খুবই মূল্যবান। গত সপ্তাহে তিনি অক্ষশক্তি অর্থাৎ হুতিদের সমর্থন দেওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।
সূত্র
: তেহরান টাইমস