× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএসআইকে ফোনে আড়ি পাতার অনুমতি দিল পাকিস্তান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৬:৫৭ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৭:১০ পিএম

পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। ছবি : সংগৃহীত

পাকিস্তান সরকার তার সেনাবাহিনী পরিচালিত গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) ফোনালাপ ও বার্তা আদান-প্রদানে আড়ি পাতার অনুমতি দিয়েছে। দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার এ বিষয়ে জানিয়েছেন।  

দেশটি তার স্বাধীনতার ইতিহাসের প্রায় অর্ধেকেরও বেশি সময় ধরে সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই সেনাবাহিনী পাকিস্তানের সরকার গঠন করতে পারে আবার ভেঙেও দিতে পারে। তাই আইএসআইয়ের নতুন ক্ষমতা ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। 

তারার পার্লামেন্টকে জানিয়েছেন, ৮ জুলাইয়ের এক নোটিসে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এ পরিবর্তনের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার তিনি এক বিবৃতিতে বলেছেন, ‘কেউ এই আইনের অপব্যবহার করলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এ পদক্ষেপটি অপরাধমূলক ও সন্ত্রাসী ক্রিয়াকলাপ ট্র্যাকিং করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে সরকার মানুষের জীবন ও গোপনীয়তা লঙ্ঘিত না হওয়ার বিষয়টি নিশ্চিত করবে।’   

দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্টে এ পদক্ষেপের বিরোধিতা করেছে। 

পিটিআই নেতা ওমর আয়ুব খান অঙ্গীকার করেছেন, তার দল এ বিষয়ে আদালতে চ্যালেঞ্জ করবে।  

সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস জনসংযোগ শাখা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।  

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা