প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১৩:০২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১৪:৩৪ পিএম
বিবিসির সাংবাদিক জন হান্টের (বাঁ দিকে) স্ত্রী ক্যারল হান্ট ও তাদের দুই মেয়ে লুইস (ওপরের ডানে) ও হান্নাহ। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের হার্ডফোর্ডশায়ারের বুশে শহরে বিবিসির ফাইভ লাইভের রেসিং বিভাগের ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক সন্দেভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার (১০ জুলাই) পুলিশ এ বিষয়ে জানিয়েছে।
মঙ্গলবার রাতে হান্টের স্ত্রী ও দুই মেয়েকে লন্ডনের উত্তরে বুশে শহরে তাদের বাড়িতে নিহত অবস্থায় পাওয়া গেছে। তারা নিজ বাড়িতে অবস্থানকালেই এ হামলার শিকার হয়েছেন। তাদের ক্রসবো দিয়ে হত্যা করা হয়েছে। ক্রসবো ধনুকজাতীয় এক ধরনের অস্ত্র।
হার্ডফোর্ডশায়ারের পুলিশ বুধবার জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে উত্তর লন্ডনের এনফিল্ডের বাসিন্দা ২৬ বছর বয়সি কাইল ক্লিফোর্ডকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ তাকে উত্তর লন্ডনের একটি কবরস্থানের কাছ থেকে আহত অবস্থায় ধরেছে। তার আঘাতের জন্য তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি কীভাবে আহত হয়েছেন তা জানায়নি পুলিশ। তবে তারা কোনো গুলি ছোড়েনি বলে জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, কাইল ক্লিফোর্ড দুই বছর আগে সেনাবাহিনীর চাকরি ছেড়েছেন।
বুধবার বিবিসি জানিয়েছে, হামলার শিকার নরীরা হলেন তাদের প্রধান রেডিও রেসিং ধারাভাষ্যকার জন হান্টের স্ত্রী ৬১ বছর বয়সি ক্যারল হান্ট, তাদের দুই মেয়ে ২৫ বছর বয়সি লুইস ও ২৮ বছর বয়সি হান্নাহ।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, লন্ডনের দক্ষিণে অবস্থিত লিংফিল্ড পার্ক রেসকোর্স থেকে রিপোর্টিং শেষে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর জন স্ত্রী ও মেয়েদের মরদেহ দেখতে পান।
বেডফোর্ডশায়ার, ক্যামব্রিজশায়ার ও হার্টফোর্ডশায়ারের মেজর ক্রাইম ইউনিটের ডিটেকটিভ ইন্সপেক্টর জাস্টিন জেনকিন্স বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যাপক তদন্তের পর সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। ক্লিফোর্ড নিহতদের পূর্বপরিচিত। আপাতত সন্দেহভাজন হিসেবে আর কাউকে খোঁজা হচ্ছে না।
যুক্তরাজ্যে ক্রসবো বৈধ। এটি ব্যবহারের বা কেনার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না।