× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে যাত্রীবাহী জিপ নদীতে পড়ে নিহত ১৫

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১১:১০ এএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ১১:৩৩ এএম

দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ জিপ। বুধবার (১০ জুলাই) পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে নেওয়া ভিডিওর স্ক্রিনশট।  ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ জিপ। বুধবার (১০ জুলাই) পাকিস্তানের আজাদ কাশ্মীর থেকে নেওয়া ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

পাকিস্তানের আজাদ কাশ্মীরের নীলম নদীতে একটি যাত্রীবাহী জিপ পড়ে গিয়ে চার নারী, তিন ‍শিশুসহ অন্তত ১৫জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। বুধবার (১০ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

বুধবার আজাদ কাশ্মীরের লাওয়াত বালা থেকে মুজাফফরাবাদে যাত্রা করছিল একটি যাত্রীবাহী জিপ। যাত্রাপথে দেবলিয়ান গ্রামের কাছে লেসওয়া বাইপাস রোড থেকে নীলম নদীর তীরে জিপটি পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটার পর পুলিশ ও উদ্ধারকর্মী দল ছুটে যায়। কিন্তু বৃষ্টির কারণে তাদের উদ্ধারকাজ ব্যাহত হয়। তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত যাত্রীদের মুজাফফরাবাদ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থলে ঘাস কাটতে গিয়ে এক নারী ও দুই শিশু আহত হয়েছে। তদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, চালকসহ ১৭ যাত্রী ছিল ওই জিপে। তাদের মধ্যে দুর্ঘটনাস্থলেই ছয় পুরুষ, চার নারী ও দুটি শিশু প্রাণ হারায়। হাসপাতালে নেওয়ার পর আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ ও উদ্ধারকর্মীদের সঙ্গে স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেয়।

মুজাফফরাবাদের ডেপুটি কমিশনার নাদিম আহমেদ জানজুয়া জিও নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার সম্ভাব্য কারণ এখনও জানা যায়নি। তদন্ত করা হচ্ছে।

সূত্র : জিও নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা