প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১০:০৩ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪ ১০:৪৩ এএম
ছবিস : সংগৃহীত
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশে মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। বৃহস্পতিবার (১১ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
আবুলুগ শহরের পুলিশপ্রধান আনেন্তানিও পালাতাও এক রেডিও সাক্ষাৎকারে জানিয়েছেন, বাসটি দক্ষিণ দিকে যাওয়ার সময় প্রধান মহাসড়কের সংযোগস্থলে ঢুকে পড়া একটি পিকআপ ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় পিকআপটি কমবেশি ২০ মিটার দূরে চলে যায়। এর যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যায়।
পালাতাও বলেছেন, ‘উদ্ধারকর্মীরা ১১ পিকআপ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। তা ছাড়া এক পথচারী, পিকআপের দুই যাত্রী, বাসের চালক ও তার সহকারী সামান্য আহত হয়েছেন।’
তিনি আরও জানিয়েছেন, ঘটনার ফলোআপ তদন্ত চলছে।
সূত্র : সিনহুয়া