প্রবা প্রাতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৪:০১ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:৪৬ পিএম
রাশিয়ার প্রয়াত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া। ছবি : সংগৃহীত
মস্কোর একটি আদালত রাশিয়ার প্রয়াত বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়ার বিরুদ্ধে উগ্রবাদের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউলিয়ার রাশিয়ার বাহিরে বসবাস করছেন। তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে ‘চরমপন্থী সমাজে অংশগ্রহণের’ অভিযোগ আনা হয়েছে।
মস্কোর আদালত ইউলিয়াকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছে। আদালতের এ সিদ্ধান্তের অর্থ হচ্ছে, তিনি রাশিয়ায় পা রাখা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।
নাভালনি গত এক দশকে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতা ছিলেন। তিনি চরমপন্থার অভিযোগে ১৯ বছর কারাভোগ করেছিলেন। যা ব্যাপকভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে আর্কটিক সার্কেল কারাগারে তিনি মারা যান। প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়েছে বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু ইউলিয়ার দাবি, পুতিন নাভালনিকে নির্যাতন করে হত্যা করেছেন। তিনি নাভালনিয়ার কাজ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেছেন।
গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়ায় ইউলিয়া সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্টে বলেছেন, ‘যখন আপনারা এটা নিয়ে লিখবেন, তখন দয়া করে পুতিন যে একজন খুনি ও যুদ্ধাপরাধী এ মূল বিষয়টা লিখতে ভুলবেন না। তার জায়গা জেলখানায়। আর তা হেগের কোনো টিভিসহ আরামদায়ক কক্ষের জেলে না। বরং রাশিয়ায় একই উপনিবেশে ও একই দুই বাই তিন মিটার সেলে, যেখানে তিনি অ্যালেক্সেইকে হত্যা করেছিলেন।’
সূত্র : বিবিসি