প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১১:৪৯ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১২:০৯ পিএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের মাহোবা জেলায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে আগুন লেগে এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মাহোবার শ্রীনগর এলাকার বেলাতল লিঙ্ক রোডে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
মাহোবার পুলিশ সুপার অর্পণা গুপ্তা জানিয়েছেন, দুটি মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুজন আহত হয়েছে।
গুপ্তা আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটির মধ্যে একটিতে এক পরিবারের চার সদস্য ছিল। তাদের মধ্যে আট বছরের এক শিশুসহ দুজন পুড়ে মারা গেছে। আর আট বছরের আরেক শিশুসহ বাকি দুজন গুরুতরভাবে দগ্ধ হয়েছে। আর অন্য মোটরসাইকেলের দুজনই পুড়ে মারা গেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত চলছে।
সূত্র : এনডিটিভি