প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ০৮:৫০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৫:০২ পিএম
দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ ডাবল ডেকার যাত্রীবাহী বাস। বুধবার (১০ জুলাই) ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ে থেকে তোলা। ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাস একটি দুধের কনটেইনারে পেছন থেকে ধাক্কা দেয়। এ সংঘর্ষে তিন নারী, একটি শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৯ জন। বুধবার (১০ জুলাই) সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
উন্নাওয়ের জেলাপ্রশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, আজ সকালে যাত্রীবাহী বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লির দিকে যাত্রা করছিল। এটি গড়া গ্রামের কাছে লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুধের কনটেইনারটিকে পেছন থেকে ধাক্কা মারে। কনটেইনারটিকে এত জোরে ধাক্কা মারে যে বাসটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। যাত্রীরা বাস থেকে বাইরে ছিটকে পড়েন।
কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
গৌরাঙ্গ রাঠি আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। তবে কী কারণে সংঘর্ষটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে