× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিতর্কে বাইডেনের প্রস্তুতি ঘাটতি, কাঠগড়ায় প্রচারাভিযান দল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ২১:৫১ পিএম

গত রবিবার ক্যাম্প ডেভিডে জো বাইডেন পরিবারের সঙ্গে আলাদা সময় কাটান। ছবিটি এয়ারপোর্টে তোলা

গত রবিবার ক্যাম্প ডেভিডে জো বাইডেন পরিবারের সঙ্গে আলাদা সময় কাটান। ছবিটি এয়ারপোর্টে তোলা

নিউইয়র্ক ও নিউ জার্সিতে গত শনিবার কয়েকটি তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনে জয়ের আশ্বাস দেন বাইডেন। তারপরও মার্কিন গণমাধ্যমে বিশ্লেষকরা তাকে তুলোধুনো করতে ছাড়ছেন না। তবে সম্প্রতি মার্কিন গণমাধ্যমকে ডেমোক্র্যাটদের কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বাইডেনের বিতর্কে খারাপ করার জন্য তার প্রচারাভিযান দলের দায় রয়েছে। প্রচারাভিযান দলের কেউই বাইডেনকে বিতর্কের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সহযোগিতা দিতে পারেনি।

এদিকে শনিবার নিউইয়র্ক ও নিউ জার্সিতে তহবিল সংগ্রহের অনুষ্ঠান শেষে পরদিন ক্যাম্প ডেভিডে নিজের পরিবারের সঙ্গে সময় কাটান জো বাইডেন। পরিবারের সবার সঙ্গে নিজের ভবিষ্যৎ রাজনীতির পরিকল্পনাও করেন। ক্যাম্প ডেভিডে বাইডেনের স্ত্রী জিল বাইডেন, সন্তান এবং নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। বাইডেনের পরিবারের সবাই জানিয়েছেন, তিনি যেন পদত্যাগ না করেন। বরং নির্বাচনে জয়ী হয়ে ফিরে আসার জন্য তাকে উৎসাহ জুগিয়েছে সবাই।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সোমবার বলা হয়, বাইডেনের পরিবারের সবাই মনে করে তিনি আরও চার বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। অ্যাসোসিয়েট প্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেনের স্ত্রী জিল এবং তার ছেলে হান্টার বাইডেন বরাবরই বাইডেনের পদত্যাগের বিরুদ্ধে। ক্যাম্প ডেভিডে অবশ্য আগে থেকেই বাইডেনের পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল। রবিবার পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের আগে অ্যানি লেইবোভিটজের সঙ্গে ফটোশুট করেন।

বাইডেনের পরিবারের সদস্যরা মনে করছেন, নির্বাচনী প্রচারণায় ক্লান্ত বাইডেন সেদিন অসুস্থ হয়ে পড়ায় ভালোভাবে উত্তর দিতে পারেননি। তার নির্বাচনী প্রচারাভিযান দল তাকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দিতে পারেনি। বরং তারা প্রেসিডেন্টকে মিথ্যাচারী ট্রাম্পের সামনে ঠেলে দিয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা