প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১২:৩৭ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১২:৪৭ পিএম
ফিলিস্তিনের প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বাহিনীকে গাজা প্রশাসনের দায়িত্ব অর্পণ করার আহ্বান জানিয়ে ইসরায়েল একটি বিবৃতি প্রকাশ করেছে। রবিবার (৩০ জুন) এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে গাজায় বিদেশি বাহিনীর প্রশাসন প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্সির সরকারি মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ ।
আবু রুদেইনেহ বলেছেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো বিদেশি উপস্থিতির বৈধতা নেই। শুধুমাত্র ফিলিস্তিনি জনগণই সিদ্ধান্ত নিতে পারে কে তাদের শাসন করবে ও তাদের বিষয়গুলো পরিচালনা করবে। আমরা আমাদের ভূমিতে কোনো বিদেশির উপস্থিতি মেনে নেব না । আমরা এর অনুমতিও দেব না। তা পশ্চিম তীর হোক বা গাজা উপত্যকাই হোক না কেন। ফিলিস্তিনি ইস্যু ভূমি ও রাষ্ট্রের বিষয়, মানবিক সহায়তার বিষয় না।’
এর আগে ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। যাতে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ততদিন অবস্থান করবে যতদিন না এর স্থানে গাজায় প্রতিস্থাপনের জন্য কোনো আন্তর্জাতিক বাহিনী পাওয়া যায়। এর জন্য কয়েকমাস সময় লাগতে পারে বলেও জানানো হয়। এর পরিপ্রেক্ষিতেই ফিলিস্তিনের পক্ষ হতে বিদেশী বাহিনীর প্রসাশন প্রত্যাখ্যানের বিবৃতি আসে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ জনকে।
হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় এখন পর্যন্ত ৩৭ হাজার ৮৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি।
সূত্র : আনাদুলু