পিকনিক পরিণত হলো শোকে
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ জুলাই ২০২৪ ১০:৪৯ এএম
আপডেট : ০১ জুলাই ২০২৪ ১১:২২ এএম
জলপ্রপাতে ভেসে যাচ্ছে আনসারি পরিবারের সদস্যরা। রবিবার (৩০ জুন) ভারতের পুনের লোনাভালার ভুসি বাঁধের কাছ থেকে নেওয়া ভিডিওচিত্রের স্ক্রিনশট। ছবি : সংগৃহীত
ভারতের পুনের লোনাভালা এলাকায় ভুসি বাঁধের কাছে পিকনিক করতে গিয়ে জলপ্রপাতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও দুটি শিশু রয়েছে। আরও দুটি শিশু এখনও নিখোঁজ রয়েছে। রবিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও চিত্রে দেখা গেছে, একদল মানুষ জলপ্রপাতের স্রোতে ভেসে যাচ্ছে। ভেসে যাওয়া ব্যক্তিদের মধ্যে নিহত ও নিখোঁজ ব্যক্তিরাও রয়েছে। ওই অঞ্চলে তীব্র বৃষ্টিপাতের ফলে জলপ্রপাতের পানি হঠাৎ ফুলে ওঠায় স্রোত বেড়ে যায়। যার ফলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, পুনের হাদাপসার এলাকার সৈয়দ নগরের আনসারি পরিবারের ১৬-১৭ জন সদস্য বৃষ্টিভেজা দিনে লোনাভালার কাছে মনোরম স্থানে পিকনিক করতে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত বাস ভাড়া করেছিল।
লোনাভালা থানার পরিদর্শক সুহাস জগতাপ জানিয়েছেন, দুপুর সাড়ে ১২ টার দিকে আকস্মিক বন্যার ফলে প্রায় ১০ জন ভেসে গেছে। এতে কয়েকজন সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হন। ঘটনাস্থলের লোকজন উদ্যোগ নিয়ে এক কিশোরীকে উদ্ধার করেন।
আরেকজন পুলিশ কর্মকর্তা বলেন, বন্যজীব রক্ষক মাভালের স্বেচ্ছাসেবকরা, শিবদুর্গ উদ্ধারকারী দল ও নৌবাহিনীর ডুবুরিরা নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান চালিয়েছেন। আবার সোমবার এ অনুসন্ধান অভিযান শুরু হবে। আনসারি পরিবারের সদস্যরা ভুসি বাঁধের কাছে জলপ্রপাত দেখতে গিয়েছিল। কিন্তু এ এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে জলপ্রবাহ হঠাৎ বেড়ে গেলে তা ঠিক বুঝে ওঠার আগেই তারা ভেসে যায়।
আনসারি পরিবাররে এক আত্মীয় জানিয়েছেন, দিনদুয়েক আগে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাদের কয়েকজন আত্মীয় মুম্বাই থেকে এসেছিলেন। রবিবার পরিবারটির ১৫ জনের বেশি সদস্য লোনাভালায় পিকনিকে যাওয়ার জন্য একটি বাস ভাড়া করেছিলেন।
বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার পর্যটক ভুসি ও পাভানা বাঁধ অঞ্চলে ভিড় জমায়। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে প্রায়শই তারা অজানা বিপজ্জনক জায়গাগুলোতে চলে যায়।
একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘রবিবার আনুমানিক ৫০ হাজারেরও বেশি পর্যটক লোনাভালা ভ্রমণে এসেছে। পুলিশের সতর্কতা উপেক্ষা করে অনেক মানুষ ভুসি বাঁধ এলাকায় জলপ্রপাতের নিচে গেছে। অসংখ্য সতর্কতা সত্ত্বেও অনেক পর্যটক অপরিচিত বিপজ্জনক এলাকায় প্রবেশ করেছে।’
পুনে গ্রামীণ পুলিশ সুপারিটেনডেন্ট পঙ্কজ দেশমুখ জনসাধারণকে লোনাভালা, খান্ডালা ও পাভানা বাঁধ অঞ্চলে অপরিচিত অঞ্চলগুলোতে গিয়ে তাদের জীবনকে ঝুঁকিতে না ফেলার অনুরোধ জানিয়েছেন।
সূত্র : এনডিটিভি