× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বমঞ্চে ফিরে এসেছে ব্রাজিল : লুলা

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১১:৩৮ এএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

উচ্ছ্বসিত জনতার সঙ্গে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

উচ্ছ্বসিত জনতার সঙ্গে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিল বিশ্বমঞ্চে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

মিসরে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৭) উচ্ছ্বসিত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি

সম্মেলনস্থলের সামনে লুলার বক্তব্য শোনার জন্য উপস্থিত হন বিপুলসংখ্যক সমর্থক। যাদের লুলার নামে স্লোগান দিতেও দেখা যায়। যা তাকে এ শীর্ষ সম্মেলনের অন্যতম সুপারস্টার বানিয়ে দিয়েছে।

সমর্থকদের উদ্দেশ করে লুলা বলেন, তিনি আমাজন বনাঞ্চল পুনরুদ্ধার করবেন। পাশাপাশি জলবায়ু অপরাধীদের চিহ্নিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

মিসরের শারমুল শেখে বর্তমানে জলবায়ু সম্মেলন চলছে। নির্বাচনে জয়ের মাত্র দুই সপ্তাহ পরে লুলা প্রথম আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়েছেন। সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্র, চীন, ইইউ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জলবায়ু পরিবর্তন তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে উল্লেখ করে লুলা বলেন, ‘আমাদের অতল গহ্বরের এ যাত্রা বন্ধ করতে হবে। একটি সুরক্ষিত আমাজন ছাড়া বিশ্বের জলবায়ু পরিস্থিতির কোনো নিরাপত্তা নেই।’

বন নিধন শূন্যের কোঠায় নিয়ে আসতে এবং নিজেদের বনাঞ্চল রক্ষা করতে প্রয়োজন সব পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

সম্মেলনে তিনি আরও বলেন, ব্রাজিল প্রমাণ করবে পরিবেশ ধ্বংস না করেও সম্পদ তৈরি করা সম্ভব। তবে দারিদ্র্য থেকে বিশ্ব উষ্ণায়নকে আলাদা করে এর মোকাবিলা করা অসম্ভব।

পাশাপাশি লুলা দৃপ্তকণ্ঠে বলেন, উন্নয়নশীল দেশগুলো যাতে জলবায়ু মোকাবিলায় তাদের পাওনা অর্থ পায় তা নিশ্চিত করবে ব্রাজিল।

৩১ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রেসিডেন্ট জইর বলসোনারোকে হারিয়ে জয়ী হন সাবেক প্রেসিডেন্ট বামপন্থি নেতা লুলা দা সিলভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা